বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

বিশ্বকে শঙ্কিত করে সবথেকে শক্তিশালী মিসাইল উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

যদিও ভবি ভোলবার নয়। যতই শান্তির বাণী শোনাও না কেন, মিসাইল উৎক্ষেপণ থেকে রোখা যাচ্ছে না উত্তর কোরিয়াকে। এবার সবথেকে শক্তিশালী ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ করল কিম জং উনের দেশ। আশঙ্কার ছাপ গোটা বিশ্বে।

জানা যাচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরেই ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। কিম জং উনের সে আস্ফালন ভাল চোখে নেয়নি গোটা বিশ্ব।

সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

ডেঙ্গি : স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক !

ডেঙ্গিতে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা এবং বাংলার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে ৷ প্লেটলেট নেমে গিয়েছে ২০ হাজারেরও নীচে ! জ্বর না কমায় স্বভাবতই উদ্বিগ্ন চিকিৎসকরা ৷

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে কড়া পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা ৷ আজ সন্ধেয় আবারও তাঁর রক্ত পরীক্ষা করা হবে ৷ গত বুধবার থেকে দক্ষিণ কলকাতার এক  বেসরকারি হাসপাতালে ভর্তি স্নেহাশিস ৷

রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

চা বাগানের সমস্যা নিয়ে কুসুম লামা বিএমএস এর সদর দফতরে

উত্তরবঙ্গের চা বাগান এবং চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে উত্তরবঙ্গের বিশিষ্ট বিএমএস নেতা কুসুম লামা  বিএমএসের কেন্দ্রীয় নেতা জয়তীলালজীর সঙ্গে বিস্তৃত আলাপ-আলোচনা দিল্লির বিএমএসের কেন্দ্রীয় সদর দপ্তরে বসে করলেন।

স্পা থেকে তাইল্যান্ডের ২৮ যুবতী আটক করলো পুলিশ

আহেমদাবাদ শহরের ১১টি স্পায়ে হানা দিয়ে তাইল্যান্ডের ২৮ ও ইউক্রেনের এক যুবতীকে আটক করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, উপযুক্ত অনুমতি ছাড়াই এ দেশে কাজ করছিল তারা। পুলিশ হানা দিয়ে তাদের কাছ থেকে কোনও ভিসা উদ্ধার করতে পারেনি।

এখানে পুলিশের ডেপুটি কমিশনার আরজে পারগি জানিয়েছেন, গোপন সূত্রে তাঁদের কাছে খবর ছিল, শহরের বেশ কয়েকটি স্পায়ে অবৈধভাবে বিদেশিরা কাজ করছে।

বিজেপিতে না যাওয়ার আর্জি তৃণমূল সাংসদের

Anupam Hazra
অনুপম হাজরা
সেই আশঙ্কাই সত্যি হল৷ দলের ‘প্রাক্তন’ চাণক্য মুকুল রায়ের দেখানো পথেই হাঁটতে শুরু করলেন নিচুতলার তৃণমূল কর্মীরা৷ তাও আবার খোদ মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ নেতা অনুব্রত মণ্ডলের খা্সতালুক বীরভূমেই!

যদিও কারও অভি়যোগ নয়, দলের বোলপুরের সাংসদ-অধ্যাপক অনুপম হাজরার ফেসবুক পোস্ট থেকেই তা স্পষ্ট৷

শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

দিলীপরা ’বাধা’ হয়েছিলেন বিজেপিতে যোগদানে, মুকুলের বিস্ফোরক উক্তি

যদিও বিজেপিতে তাঁর যোগদানের বিরোধিতায় গেরুয়া শিবিরের একাংশের সক্রিয়তা নিয়ে বঙ্গ রাজনীতিতে আলোচনার শেষ নেই। বিষয়টি যে লুকোছাপা নয় তা আচমকাই স্পষ্ট করে দিলেন মুকুল রায়। উলুবেড়িয়ায় দলীয় কর্মসূচিতে গিয়ে বিজেপি নেতা জানালেন দিলীপ ঘোষরা সুযোগ দেননি। সেই কারণেই ২০১৫ সালে বিজেপিতে যেতে পারেননি মুকুল রায়।

সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

প্রিয়রঞ্জনের প্রয়াণে কে কি বললেন

প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি
প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যের সরকারি অফিস অর্ধদিবস ছুটি রাখার কথাও ঘোষণা করে দেন তিনি।প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যু দুঃখজনক, মর্মান্তিক। গত নয়বছর ধরে জীবনমৃত অবস্থায় শয্যাশায়ী ছিলেন। কোনও রিয়েলাইজেশন ছিল না। নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয়রঞ্জন দাশমুন্সির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, পরিবারের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় মর্যাদাতেই প্রিয়রঞ্জন দাশমুন্সির শেষকৃত্য সম্পন্ন হবে।

শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

হ্যামিল্টনগঞ্জ কালী পূজোর মেলা ও একটি মানবিক মুখ

সার্কাস
শিশুদের সঙ্গে সার্কাসে রঞ্জিতবাবু
প্রতি বছরই তিনি  এই কাজটি করে থাকেন। শুরু করেছিলেন সেই গত এগারো বছর আগে। বাঙালির মহাপর্ব দুর্গাপূজা কালীপূজা লক্ষী পূজা ভাইফোঁটা। কিন্তু কেউই  ওদের বুকে জড়িয়ে ধরে না যতই মহাপর্ব আসুক না কেন, কারন ওরা যে অনাথ শিশু। এই সংসারে ঐ অনাথ আশ্রম ছাড়া ওদের আর কোন জায়গা নেই।

হামিল্টনগঞ্জ মেলার আকর্ষণ সব বয়সীদের মধ্যেই রয়েছে। কয়েক হাজার ছোট ছেলেমেয়েরা বাবা মার হাত ধরে দেখতে এবং উপভোগ করতে আসে এই মেলার আনন্দ।

জয়ললিতার বাড়িতে ঢুকল আয়কর দফতর

Jaya
যদিও তাঁর জীবীতকালে হয়েছিল। কিন্তু, আদালতের নির্দেশে নিজেকে নিস্কন্ঠক প্রমাণ করে আসার পর কেউ তাঁর পোয়েস গার্ডেনের অন্দরমহলে ঢুকে কোনও খানা তল্লাশি নিতে পারেনি। কিন্তু, আম্মা-র প্রয়াণের বর্ষপূর্তি হতে না হতেই তাঁর বাড়িতে ফের হল খানা তল্লাশি। আর এই তল্লাশি-র সূতিকা হিসাবে কাজ করল আম্মার বান্ধবী শশীকলার দুর্নীতি। যার জেরে ফের একবার মহানাটকীয় রাতের সাক্ষী হল তামিলনাড়ু।

যদিও দিন কয়েক ধরেই চেন্নাই-এর শশীকলা ও তাঁর আত্মীয়-স্বজনের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল আয়কর দফতর। বৃহস্পতিবার থেকে এই তল্লাশির মাত্রা বাড়িয়ে দিয়েছিল তারা।

মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

বিল গেটসের ৫০ মিলিয়ন অনুদান অ্যলঝাইমার্স নিয়ে গবেষণায় জন্য

পড়ুন বিল গেটস কি করলেন| বিশ্বের সর্বত্র বাড়ছে অ্যলঝাইমার্স এবং বিভিন্ন রকম ডিমেনশিয়া রোগীর সংখ্যা। শুধু শারীরিক সমস্যা নয়, এর জন্য ব্যাপক হারে মানুষের মানসিক এবং আর্থিক ক্ষতিও হচ্ছে। এই সবের কথা মাথায় রেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মাইক্রোসফট কো-ফাউন্ডার বিল গেটস। ডিমেনশিয়া ডিসকভারি ফান্ডে নিজস্ব তহবিল থেকে তিনি ৫০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিলেন। আগামীদিনে অ্যলঝাইমার্স নিয়ে গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ-সাহায্য করবেন বলে জানিয়েছেন গেটস।

রসগোল্লার জিআই রেজিস্ট্রেশন পেল বাংলা

Rasogolla
বাংলার রসগোল্লা
জবর খবর রসগোল্লা প্রেমীদের জন্য| দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে রসগোল্লার রেস জিতে নিল এ রাজ্য। ওড়িশাকে হারিয়ে রসগোল্লার জিআই রেজিস্ট্রেশন জিতে নিল রাজ্য। জিআই জানিয়ে দিল রসগোল্লা বাংলার নিজস্ব সৃষ্টি।
উল্লেখ্য, রসগোল্লার উত্পত্তি নিয়ে ওড়িশা ও বাংলার অনেক লড়াই হয়েছে। রসগোল্লা তাদের নিজস্ব সৃষ্টি বলে বেশ কয়েক বছর ধরেই দাবি করে আসছিল ওড়িশা।

সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

রাহুল বললেন মোদিজি কি ভুলে গেলেন ‘‌খাব না, খেতেও দেব না’‌

Rahul Gandhi
মোদির বিরূদ্ধে রাহুল গান্ধী কি বললেন? জয় শাহ তো ছিলেনই। আরও একটি লোপ্পা ক্যাচ উঠল ঠিক ভোটের আগে। তা ধরতে কসুর করলেন না রাহুল গান্ধী। রবিবার বনসকণ্ঠ জেলায় নির্বাচনী প্রচারে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণির বিরুদ্ধে দুর্নীতি নিয়ে আগাগোড়া আক্রমণ শানিয়ে গেলেন রাহুল। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির ঘোষণা— খাব না, খেতেও দেব না।

বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

ফের গুরুং পোস্টার দিয়ে বললেন "আসছি"

Gurung
বিমল গুরুং
বুধবার দার্জিলিঙের চকবাজারে গুরুং পোস্টার দিয়ে জানিয়েছেন যে, তিনি ফিরছেন |
 
যদিও এতদিন হাস্যকর ছিল। এখন বিরক্তিকর হয়ে উঠছে গুরুংয়ের বার্তা। বুধবারও দার্জিলিঙের চকবাজারে গুরুংয়ের পোস্টার দেখা গেল। তাতে বলা হয়েছে, ১০ নভেম্বর চৌরাস্তায় আসবেন। এমন পোস্টারকে পুলিস গুরুত্ব না দিলেও রাতে টহল চলছে।

বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

মনমোহন বললেন নোট বাতিলের পরে শুরু হয়েছে কর সন্ত্রাস

নোট বাতিলের ‘‌ব্যর্থতা’‌কে তুলে ধরতে এবার মনমোহন সিংকে রাজনৈতিক জনসভায় নামিয়ে দিল কংগ্রেস। মঙ্গলবার গুজরাটের জনসভায় নোট বাতিলের ব্যাপক সমালোচনা করে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আমেদাবাদে মনমোহন বলেন, ‘‌সংসদে দাঁড়িয়ে যা বলেছিলাম, আবার তা বলছি। নোট বাতিল সাংগঠনিক লুঠ এবং বৈধ লুঠপাট ছাড়া কিছু নয়।’‌ প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশের অর্থমন্ত্রী ছিলেন তিনি। তাঁর হাত ধরেই দেশে নতুন অর্থনীতি নীতির সূচনা হয়।

মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

মুকুল রায় দিলীপ ঘোষকেই ক্যাপ্টেন মানলেন

মুকুল রায় দিলীপ ঘোষকেই ক্যাপ্টেন মানলেন,বললেন ক্যাপ্টেন দিলীপে'র নেতৃত্বেই খেলবেন তিনি | 
যদিও 'ভাগ মুকুল ভাগ' থেকে 'আয় মুকুল আয়'-এ বদলে গিয়েছিল অনেক আগেই। তবে ভিতর ভিতর ধিক ধিক আগুন জ্বলছিলই। যার আঁচ অল্প বিস্তর রাজ্যবাসীও পেয়েছে। মুকুল যে কোনও 'কেউকেটা' নয় তা বোঝাতে আগেই আসরে নেমেছিলেন দিলীপ। অপেক্ষা ছিল কেবল মুকুলের পাল্টার! তবে সোমবার কার্যত উল্টো ছবিই দেখল মুরলীধর লেনের বিজেপি রাজ্য দফতর। আসনের দলাদলির বদলে মুকুল সাফ জানালেন দিলীপ ঘোষই তাঁর নেতা। রাজ্যের অধিনায়ক দিলীপ ঘোষের লিডারশিপেই কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি। 

সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

মোদি–শাহকে কি ভাবে খোঁচা মারলেন শত্রুঘ্ন সিনহা

কি বললেন এই অভিনেতা? জনগণের আশা পূর্ণ করতে গেলে বিজেপি–কে ‘‌এক ব্যক্তির শো এবং দুই সেনাপতি’‌র দলের বাইরে যেতে হবে। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহকে আক্রমণ শত্রুঘ্ন সিনহার। রবিবার সংবাদ সংস্থা পিটিআইকে বিজেপি সাংসদ শত্রুঘ্ন জানিয়েছেন, ‘‌আমি মনে করি গুজরাটে এবং হিমাচলপ্রদেশে কঠোর চ্যালেঞ্জের মুখে আমরা।

শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

মুকুল রায় বিজেপিতে যোগ দেবার পর দলে কি কি চলছে

নিচের প্রতিবেদন দুটি পড়লে সব জানতে পারবেন |
মুকুলকে দলে নিতে কে সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন, উদ্দেশ্যই বা কী
মুকুল রায় বিজেপিতে যোগ দিলেন। তাকে বিজেপিতে আনতে কে লড়ে গেলেন শেষ পর্যন্ত।মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার জন্য হত্যে দিয়ে দিল্লিতে পড়েছিলেন। বাংলার নেতারা কেউ বলছিলেন, ‘‘আমাদের সঙ্গে কথা হয়নি মুকুলের।’’ আবার কেউ বলছিলেন, ‘‘সিদ্ধান্ত যা নেওয়ার কেন্দ্রীয় নেতৃত্ব নেবেন।’’অন্য দিকে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় প্রথমে বলেছিলেন, মুকুলের বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব রাজ্য নেতৃত্ব বিচার করবেন, দরকার হলে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের মতামত জানাবেন।

পিচে ঢুকে পড়ল গাড়ি, হতবাক গম্ভীর-ইশান্তরা

ক্রিকেটের পিচে ঢুকে পড়ল গাড়ি
ক্রিকেটের পিচে ঢুকে পড়ল গাড়ি
বাইশ গজে তখন চলছে রনজি ট্রফির ম্যাচ। গৌতম গম্ভীরের দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসের লড়াই চালাচ্ছে উত্তর প্রদেশ। হঠাৎই সবাইকে চমকে দিয়ে মাঠে ঢুকে পড়ল একটি গাড়ি। তারপর সোজা গিয়ে দাঁড়াল মাঠের ঠিক মাঝখানে। অর্থাৎ পিচের উপর। এ কী কাণ্ড? নিজেদের চোখকে যেন বিশ্বাসই করতে পারছেন না গম্ভীর, ইশান্ত শর্মারা। কারণ এমন দৃশ্য আদৌ কেউ কোনওদিন দেখেছেন কিনা সত্যিই মনে করা কঠিন। এমন বিরল ঘটনায় হতবাক মাঠে হাজির ক্রিকেটার ও কর্মকর্তারা।

বিজেপিতেই যোগ দিলেন মুকুল রায়

Mukul in BJP
বিজেপিতেই যোগ দিলেন মুকুল রায়
আজ সমস্ত জল্পনা শেষ। বিজেপিতে যোগ দিলেন মুকুল রায়। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মেলে সবুজ সঙ্কেত। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে মুকুল জানিয়ে দেন বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। তৃণমূলকে হটানোই তাঁর লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ