মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

বিল গেটসের ৫০ মিলিয়ন অনুদান অ্যলঝাইমার্স নিয়ে গবেষণায় জন্য

পড়ুন বিল গেটস কি করলেন| বিশ্বের সর্বত্র বাড়ছে অ্যলঝাইমার্স এবং বিভিন্ন রকম ডিমেনশিয়া রোগীর সংখ্যা। শুধু শারীরিক সমস্যা নয়, এর জন্য ব্যাপক হারে মানুষের মানসিক এবং আর্থিক ক্ষতিও হচ্ছে। এই সবের কথা মাথায় রেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মাইক্রোসফট কো-ফাউন্ডার বিল গেটস। ডিমেনশিয়া ডিসকভারি ফান্ডে নিজস্ব তহবিল থেকে তিনি ৫০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিলেন। আগামীদিনে অ্যলঝাইমার্স নিয়ে গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ-সাহায্য করবেন বলে জানিয়েছেন গেটস।

দীর্ঘদিন গবেষণার পরেও অ্যলঝাইমার্সের কোনও প্রতিরোধক মেলেনি, যা রোগের বিস্তার ঠেকাতে পারে। বিল গেটস জানিয়েছেন, যদি গবেষণায় আরও নজর দেওয়া যায় এবং আর্থিক যোগান সঠিকভাবে আসে, তাহলে আগামীদিনে এর চিকিত্সা খুঁজে পাওয়া যাবে।

সৌজন্যে : উ.ব.সংবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় সংবাদ