বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

ফের গুরুং পোস্টার দিয়ে বললেন "আসছি"

Gurung
বিমল গুরুং
বুধবার দার্জিলিঙের চকবাজারে গুরুং পোস্টার দিয়ে জানিয়েছেন যে, তিনি ফিরছেন |
 
যদিও এতদিন হাস্যকর ছিল। এখন বিরক্তিকর হয়ে উঠছে গুরুংয়ের বার্তা। বুধবারও দার্জিলিঙের চকবাজারে গুরুংয়ের পোস্টার দেখা গেল। তাতে বলা হয়েছে, ১০ নভেম্বর চৌরাস্তায় আসবেন। এমন পোস্টারকে পুলিস গুরুত্ব না দিলেও রাতে টহল চলছে।
জবাব দিতে বিনয় তামাং বৃহস্পতিবার কালিম্পঙে জনসভার ডাক দিয়েছেন। কালিম্পংকে বাছাই করার কারণ, বিনয় একমাত্র সেখানেই হাত শক্ত করতে পারেননি। এদিকে, সিপিআরএমের শ্রমিক সংগঠন দার্জিলিং তরাই ডুয়ার্স চিয়া কামান মজদুর ইউনিয়ন এদিন লালকুঠিতে বিনয়ের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেয়। তাতে বলা হয়েছে, ১০৪ দিনের পাহাড় বন্‌ধে সব থেকে ক্ষতিগ্রস্ত চা–বাগানের শ্রমিকেরা। তাঁদের পাশে দাঁড়ানো খুব দরকার। বিনয়কে জিটিএ–র তরফে বাগানের শ্রমিকদের সহযোগিতা করার দাবি জানানো হয়।

জানা গেছে সিপিআরএম গোর্খাল্যান্ড নিয়ে কট্টরপন্থী। মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে তাদের প্রতিনিধি যায়নি। বিনয় নারাজ এমন কিছুতে যাতে গোর্খাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। এই কৌশল ক্রমশ অন্য পাহাড়ি দলগুলি গ্রহণ করতে শুরু করছে। তাই সবাই বিনয়কে সমর্থন জানাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেও বারবার বলেছেন, ‘‌দাবি আপনারা করতেই পারেন, আমরা সাধ্যমতো যা করার করব। সাধ্যের বাইরে কিছুই হবে না।’‌

সোর্স : আজকাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় সংবাদ