নোট বাতিলের ‘ব্যর্থতা’কে তুলে ধরতে এবার মনমোহন সিংকে রাজনৈতিক জনসভায় নামিয়ে দিল কংগ্রেস। মঙ্গলবার গুজরাটের জনসভায় নোট বাতিলের ব্যাপক সমালোচনা করে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আমেদাবাদে মনমোহন বলেন, ‘সংসদে দাঁড়িয়ে যা বলেছিলাম, আবার তা বলছি। নোট বাতিল সাংগঠনিক লুঠ এবং বৈধ লুঠপাট ছাড়া কিছু নয়।’ প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশের অর্থমন্ত্রী ছিলেন তিনি। তাঁর হাত ধরেই দেশে নতুন অর্থনীতি নীতির সূচনা হয়।
তারও আগে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন মনমোহন সিং। তাই নোট বাতিল ব্যর্থ প্রমাণ করতে মনমোহনই ভরসা কংগ্রেসের। তিনি বলেন, ‘৮ নভেম্বর অর্থনীতি এবং দেশের গণতন্ত্রের পক্ষে কালো দিন হিসেবে চিহ্নিত হবে।
বিশ্বের কোনও দেশ এমন চরম সিদ্ধান্ত নেয়নি যেখানে ৮৬ শতাংশ নগদ টাকা তুলে নেওয়া হয়েছে। আমি যখন নোট বাতিলের ঘোষণা শুনলাম ভাবলাম, কে প্রধানমন্ত্রীকে এমন বেপরোয়া পরামর্শ দিল।’ সরকার যদি নগদহীন অর্থনীতির কথা ভাবে তা হলেও নোট বাতিল সমর্থনযোগ্য নয়। নোট বাতিলের পরেই যে ‘কর সন্ত্রাস’ শুরু হয়েছে তা ব্যবসায়ীদের বিনিয়োগের আত্মবিশ্বাস কেড়ে নিয়েছেন। কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর মতকে সমর্থন করে মনমোহন বলেন, ‘নোট বাতিল এবং জিএসটি দেশের অর্থনীতিতে বিপর্যয় ডেকে এনেছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই দুই সিদ্ধান্ত।’
সোর্স : আজকাল
তারও আগে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন মনমোহন সিং। তাই নোট বাতিল ব্যর্থ প্রমাণ করতে মনমোহনই ভরসা কংগ্রেসের। তিনি বলেন, ‘৮ নভেম্বর অর্থনীতি এবং দেশের গণতন্ত্রের পক্ষে কালো দিন হিসেবে চিহ্নিত হবে।
বিশ্বের কোনও দেশ এমন চরম সিদ্ধান্ত নেয়নি যেখানে ৮৬ শতাংশ নগদ টাকা তুলে নেওয়া হয়েছে। আমি যখন নোট বাতিলের ঘোষণা শুনলাম ভাবলাম, কে প্রধানমন্ত্রীকে এমন বেপরোয়া পরামর্শ দিল।’ সরকার যদি নগদহীন অর্থনীতির কথা ভাবে তা হলেও নোট বাতিল সমর্থনযোগ্য নয়। নোট বাতিলের পরেই যে ‘কর সন্ত্রাস’ শুরু হয়েছে তা ব্যবসায়ীদের বিনিয়োগের আত্মবিশ্বাস কেড়ে নিয়েছেন। কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর মতকে সমর্থন করে মনমোহন বলেন, ‘নোট বাতিল এবং জিএসটি দেশের অর্থনীতিতে বিপর্যয় ডেকে এনেছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই দুই সিদ্ধান্ত।’
সোর্স : আজকাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন