শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

দিলীপরা ’বাধা’ হয়েছিলেন বিজেপিতে যোগদানে, মুকুলের বিস্ফোরক উক্তি

যদিও বিজেপিতে তাঁর যোগদানের বিরোধিতায় গেরুয়া শিবিরের একাংশের সক্রিয়তা নিয়ে বঙ্গ রাজনীতিতে আলোচনার শেষ নেই। বিষয়টি যে লুকোছাপা নয় তা আচমকাই স্পষ্ট করে দিলেন মুকুল রায়। উলুবেড়িয়ায় দলীয় কর্মসূচিতে গিয়ে বিজেপি নেতা জানালেন দিলীপ ঘোষরা সুযোগ দেননি। সেই কারণেই ২০১৫ সালে বিজেপিতে যেতে পারেননি মুকুল রায়।
বললেন ২ বছর আগেই মুকুল রায় বিজেপিতে নাম লেখাতে চেয়েছিলেন। কিন্তু সুবিধা করে উঠতে পারেননি। বলা ভাল পাঁচিল হয়ে উঠেছিলেন দিলীপ ঘোষরা। তখন যেহেতু তিনি বিজেপির রাজ্য সভাপতির পদে ছিলেন তাই সেই দফায় সম্ভব হয়নি। অবশেষে একথা কবুল করলেন মুকুল রায়। শনিবার উলুবেড়িয়া বিজেপির এক জনসভায় যখন এই মন্তব্য করেন মুকুল তখন মঞ্চে রয়েছেন দিলীপ ঘোষ, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়-সহ জেলা নেতৃত্ব। সেখানে মুকুল রায় তৃণমূল ত্যাগের প্রসঙ্গ তোলেন। এই বিষয়ে মুকুল জানান, ২০১৫ সালে তৃণমূলের নেতৃ্ত্বের বিরুদ্ধে মুখ খুলতে চেয়েছিলেন। তা না পারায় বিজেপিতে আসতে চেয়েছিলেন। কিন্তু দিলীপ ঘোষরা সেই সুযোগ দেননি। রাজ্য নেতৃত্বর কার্যত বিরোধিতা এড়িয়ে তাঁর গেরুয়া শিবিরে যোগদানের ক্ষেত্রে কৈলাস বিজয়বর্গীয়র অন্যতম ভূমিকা ছিল তাও স্পষ্ট করে দিয়েছেন মুকুল। বিজেপি নেতা জানান, কৈলাস তখন রাজ্যের দায়িত্বে ছিলেন না। তাই তখন তাঁর যোগদান হয়ে ওঠেনি। কৈলাস জমানায় সেই পথ মসৃণ হয়।

দেখা গেল মুকুলের এই বক্তব্য ঘিরে মঞ্চের নেতাদের মুখ চাওয়া-চাওয়ি শুরু হয়। শুক্রবার বিজেপির রাজ্য দপ্তরে আলাদা ঘর পেয়েছেন মুকুল রায়। তা নিয়ে রাজ্য নেতাদের একাংশের অস্বস্তির শেষ নেই। তার মধ্যেই শুক্রবার দিলীপ ঘোষ জানিয়েছিলেন মুকুল রায় সর্বভারতীয় নেতা। এহেন মন্তব্য করে মুকুলকে কি রাজ্য রাজনীতি থেকে ব্রাত্য রাখতে চেয়েছে বঙ্গ বিজেপি? এই প্রশ্ন ঘুরছিল নানা মহলে। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, এমন জল্পনার মধ্যে মুকুলের এহেন মন্তব্য বাংলা বিজেপির অন্দরে তাঁকে নিয়ে যে অস্বস্তি, বিরোধিতা ছিল তা অনেকটাই স্পষ্ট করে দিল। দলীয় নেতাদের মধ্যে এমন সম্পর্ক নিয়ে দিলীপ-মুকুল সমীকরণ কোন পথে এগোয় তা নিয়ে বাড়ছে জল্পনা।

সৌজন্যে : সংবাদ প্রতিদিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় সংবাদ