কি বললেন এই অভিনেতা? জনগণের আশা পূর্ণ করতে গেলে বিজেপি–কে ‘এক ব্যক্তির শো এবং দুই সেনাপতি’র দলের বাইরে যেতে হবে। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহকে আক্রমণ শত্রুঘ্ন সিনহার। রবিবার সংবাদ সংস্থা পিটিআইকে বিজেপি সাংসদ শত্রুঘ্ন জানিয়েছেন, ‘আমি মনে করি গুজরাটে এবং হিমাচলপ্রদেশে কঠোর চ্যালেঞ্জের মুখে আমরা।
কারণ, যুবক, কৃষক এবং ব্যবসায়ীরা অসন্তুষ্ট। দেওয়াল লিখন পড়ে বিরোধীদের হাল্কভাবে নেওয়া ঠিক হবে না আমাদের ।’ শত্রুঘ্ন স্পষ্ট করে দিয়েছেন যে তিনি বিজেপি ছাড়ছেন না। তাঁর কথায়, ‘ছাড়ার জন্য আমি বিজেপিতে যোগ দিইনি। তবে এ কথাও বলতে পিছপা হব না যে ওয়ান ম্যান শো আর দুই সেনার দল হয়ে থাকলে আমরা কখনওই মানুষের আশা আকাঙ্খা পূর্ণ করতে পারব না।’
সৌজন্যে : আজকাল
কারণ, যুবক, কৃষক এবং ব্যবসায়ীরা অসন্তুষ্ট। দেওয়াল লিখন পড়ে বিরোধীদের হাল্কভাবে নেওয়া ঠিক হবে না আমাদের ।’ শত্রুঘ্ন স্পষ্ট করে দিয়েছেন যে তিনি বিজেপি ছাড়ছেন না। তাঁর কথায়, ‘ছাড়ার জন্য আমি বিজেপিতে যোগ দিইনি। তবে এ কথাও বলতে পিছপা হব না যে ওয়ান ম্যান শো আর দুই সেনার দল হয়ে থাকলে আমরা কখনওই মানুষের আশা আকাঙ্খা পূর্ণ করতে পারব না।’
সৌজন্যে : আজকাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন