শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

হেমন্ত রায়ের আরও একটি কবিতা

উত্তর বঙ্গের ভূমিপুত্র কবি শ্রী হেমন্ত কুমার রায়ের সঙ্গে আজ আপনাদের পরিচয় করাবো। হেমন্ত কুমার রায় একাধারে রাজনীতিবিদ, সমাজকর্মী, সুবক্তা এবং বিশিষ্ট সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষ তাঁর রাজনৈতিক, সামাজিক এবং সাহিত্যিক কর্মকাণ্ডে গভীরভাবে আকৃষ্ট। সাহিত্যের ক্ষেত্রে তিনি বহু কবিতা গল্প রচনা করেছেন। তাঁর ঐ সমস্ত লেখা বহু মানুষের অকুণ্ঠ প্রশংসাও পেয়েছে। তাঁর বহু কবিতা পুস্তিকা আকারে মুদ্রিতও হয়েছে। তার সেই সমস্ত সাহিত্য কর্মের মধ্য থেকে আমরা কিছু কিছু কবিতা, গল্প ধারাবাহিক ভাবে এই পৃষ্ঠায় প্রকাশ করব।  আজকের কবিতা "আত্ম দর্শন"।


সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

আলিপুরদুয়ার বিজেপির জনপ্রিয় নেতা শ্রী কুশল চ্যাটার্জ্জীর অনবদ্য বক্তৃতা

নেতা কর্মীদের মাঝে বক্তব্য রাখছেন আলিপুরদুয়ার জেলা বিজেপির জনপ্রিয় নেতা শ্রী কুশল চ্যাটার্জ্জী
আজ আলিপুরদুয়ার 12no সাংগঠনিক মন্ডলের বনচুকামারি অঞ্চলে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটলবিহারী বাজপেয়ীজির জন্ম দিন উপলক্ষে বিজেপির আলোচনা সভা ও যোগদান কর্মসূচী পালিত হয়| উপস্থিত নেতা কর্মীদের মাঝে অনবদ্য বক্তব্য রাখলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির জনপ্রিয় নেতা শ্রী কুশল চ্যাটার্জ্জী|

বিজেপির সুভাষ সরকার প্রাণ বাঁচালেন প্রসূতি ও নবজাতকের

subhas-sarkar
ডাঃ সুভাষ সরকার প্রসূতির চিকিৎসারত
ডাঃ সুভাষ সরকারের অনন্য কীর্তি|
গত 24 ডিসেম্বর রাত্রে ,পুরুলিয়া তে আগত, কেন্দ্রীয় মন্ত্রী শ্ৰী অর্জুন রাম মেঘওযালকে বিদায় জানাতে, স্টেশনে (ckp hwh ট্রেন) এসেছিলেন বিজেপি রাজ্য সহসভাপতি ডাঃ সুভাষ সরকার। ট্রেনে জেনারেল কামরাতে থাকা এক আসন্ন প্রসবা মহিলার তুমুল গর্ভপীড়া শুরু হয়। খবর পেয়ে ডাঃ সুভাষ সরকার ছুটে যান, এবং মা ও প্রসবাসন্ন শিশুর চিকিৎসা শুরু করে দেন। খবর পেয়ে আসেন রেলের ডাক্তারও। ডাঃ সরকার, যিনি একজন স্বনামধন্য স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, অক্লান্ত প্রচেষ্টাতে শিশুটির ও মায়ের জীবন বাঁচান।

শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭

পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ

দেখা যাচ্ছে যে, 2G ও আদর্শ আবাসন মামলায় বিরোধী শিবির চাঙ্গা হলেও পশুখাদ্য মামলায় ধাক্কা খেল। এই  মামলায় দোষী সাব্যস্ত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। ৩ জানুয়ারি সাজা ঘোষণা হবে।
আজ শনিবার এই মামলায় রায় দেয় রাঁচির বিশেষ সিবিআই আদালত। পর্যাপ্ত প্রমাণ পেয়ে লালুপ্রসাদের এই শাস্তির কথা শোনান বিচারক। তবে রেহাই পেয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র।

সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭

গড়রক্ষা গুজরাটে, সেলিব্রেশনে শামিল সবাই

যদিও সুরুর দিকে হাওয়া একটু অন্যরকম ছিল। খোদ মোদির রাজ্যেই চালিয়ে খেলেছিল রাহুল গান্ধীর কংগ্রেস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য আশঙ্কার মেঘ কেটেছে। গুজরাটে গড়রক্ষা করেছে শাসকদল। আর সে খবর সামনে আসতেই বারাণসীতে সেলিব্রেশনে মেতে উঠলেন মুসলিম মহিলারা।

শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

উত্তরবঙ্গের কবি হেমন্ত রায়ের কবিতা

উত্তর বঙ্গের এক ভূমিপুত্র কবি শ্রী হেমন্ত কুমার রায়ের সঙ্গে আজ আপনাদের পরিচয় করাবো। হেমন্ত কুমার রায় একাধারে রাজনীতিবিদ, সমাজকর্মী, সুবক্তা এবং বিশিষ্ট সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষ তাঁর রাজনৈতিক, সামাজিক এবং সাহিত্যিক কর্মকাণ্ডে গভীরভাবে আকৃষ্ট। সাহিত্যের ক্ষেত্রে তিনি বহু কবিতা গল্প রচনা করেছেন। তাঁর ঐ সমস্ত লেখা বহু মানুষের অকুণ্ঠ প্রশংসাও পেয়েছে। তাঁর বহু কবিতা পুস্তিকা আকারে মুদ্রিতও হয়েছে। তার সেই সমস্ত সাহিত্য কর্মের মধ্য থেকে আমরা কিছু কিছু কবিতা, গল্প ধারাবাহিক ভাবে এই পৃষ্ঠায় প্রকাশ করব।  আজকের কবিতা "গীতা মাহাত্ম"।

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

ভোট দিলেন অমিত শাহ, যে কেন্দ্রে বুথ ম্যানেজার ছিলেন

গুজরাত ভোটে বহু ভিভিআইপি এদিন ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে লালকৃষ্ণ আডবাণী ও অন্যান্যরা রয়েছেন। পাশাপাশি এদিন স্ত্রী সোনাল ও পুত্র জয়কে নিয়ে সপরিবারে গুজরাতে ভোট দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
যে এলাকায় এদিন ভোট দিলেন অমিত শাহ সেখানকার সঙ্গে তাঁর যোগাযোগ আশির দশক থেকে। আহমেদাবাদে একটি বুথে দলের ম্যানেজার ছিলেন অমিত শাহ।

বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

সরকারি আধিকারিককে হুমকি বিজেপি সাংসদের, ‘জীবন দুঃসহ করে দেব’

বেআইনি দখলদারি মুক্ত করতে গিয়েছিলেন এসডিএম। কিন্তু, দখলদারি মুক্ত তো করতেই পারলেন না, উল্টে বিজেপি সাংসদের তোপের মুখে পড়ে পিছু হঠতে হল সরকারি আধিকারিককে।
ঘটনাস্থল, উত্তরপ্রদেশের বরাবাঁকি। সেখানেই সম্প্রতি বিজেপি সাংসদের কীর্তি উঠে এসেছে সংবাদের শিরোনামে। রিপোর্টে প্রকাশ, বরাবাঁকির একটি সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, ওই খবর পেয়ে সেখানে ছুটে যান এসডিএম অজয় কুমার দ্বিবেদী।

মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

গুয়াবাড়ি জাতীয় সড়কে ট্রাক-মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ

কামাখ্যাগুড়ি:  সোমবার বিকেল ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের গুয়াবাড়ি এলাকার ৩১ সি জাতীয় সড়কে। ট্রাক ও ছোটো মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছোটো মালবাহী গাড়িটির চালক সমীরণ সরকার। তিনি খোয়ারডাঙ্গার বাসিন্দা বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিত্সাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে মালবাহী একটি ট্রাক অসমের দিকে যাচ্ছিল।

রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

আফরাজুল খুন : প্রতিবাদ জানাল বিশ্বভারতী

লাভ জেহাদের নামে আফরাজুলকে খুনের প্রতিবাদে মোমবাতি মিছিল ও শোকসভা করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মীসভার অধ্যাপক ও ছাত্র ছাত্রীরা৷ শনিবার সন্ধ্যায় শান্তি নিকেতনের উপসনাগৃহে সামনে শোকসভা করেন তাঁরা।
খবর, রাজস্থানে কাজ করতে গিয়ে বুধবার ‘লাভ জিহাদে’র শিকার হন মালদহের দিনমজুর মহম্মদ আফরাজুল (৪৫)।

আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, মেঘ কাটলেই জাঁকিয়ে শীত

যদিও রবিবার সকাল থেকে কলকাতায় আকাশের মুখ ভার। ঝিরঝিরে বৃষ্টিও পড়ছে। নিম্মচাপের কারণে ডিসেম্বরের দ্বিতীয় তৃতীয় সপ্তাহেও শীতের দেখা নেই! তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে। সোমবার বিকেল থেকে আবহাওয়ার উন্নতি হবে। আর মেঘ কাটলে জাঁকিয়ে শীত পড়বে।

শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

৩,৭৫৫ কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করেছে মোদী সরকার

জানা গেছে ক্ষমতায় আসার পর প্রায় ৩,৭৫৫ কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করেছে মোদী সরকার। তথ্য জানার অধিকার আইনে আবেদনের প্রেক্ষিতে এমনটাই জানা গেল। ২০১৪ সালের জুন থেকে ২০১৭-র অক্টোবর পর্যন্ত বিজ্ঞাপন বাবদ ৩৭,৫৪,০৬,২৩,৬১৬ কোটি টাকা খরচ করা হয়েছে।  টিভি, সংবাদপত্র, কমিউনিটি রেডিও, দূরদর্শন, ইন্টারনেট ও এসএমএসের মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্র। 

রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

দিল্লি থেকে উদ্ধার নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

উত্তর ২৪ পরগনা:  নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে মা বাবার হাতে তুলে দিল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায়।
পুলিশ জানিয়েছে, ২১শে নভেম্বর থেকে নিখোঁজ ছিল অশোকনগর থানা এলাকার নবম শ্রেণির ছাত্রী সুরিয়া মণ্ডল (১৫)। ২৩ শে নভেম্বর অপহরণ ও নিখোঁজ অভিযোগ দায়ের হয় অশোকনগর থানায়।

আজ থেকে চালু হল হলদিবাড়ি সুপারফাস্ট

Haldibari Station
বন্যার পর দীর্ঘদিন বন্ধ থাকার পর হলদিবাড়ি থেকে পুনরায় চালু হল কলকাতাগামী ট্রেন। রবিবার হলদিবাড়ি স্টেশন থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে হলদিবাড়ি-কোলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। সকাল সাড়ে আটটার সময় হলদিবাড়ি স্টেশন থেকে রওনা দেয় ট্রেনটি। উল্লেখ্য, গত আগস্ট মাসে ভয়াবহ বন্যার কারণে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কলকাতাগামী বহু ট্রেন বাতিল করে দিয়েছিল রেল দপ্তর।

জনপ্রিয় সংবাদ