রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

বিজেপিতে না যাওয়ার আর্জি তৃণমূল সাংসদের

Anupam Hazra
অনুপম হাজরা
সেই আশঙ্কাই সত্যি হল৷ দলের ‘প্রাক্তন’ চাণক্য মুকুল রায়ের দেখানো পথেই হাঁটতে শুরু করলেন নিচুতলার তৃণমূল কর্মীরা৷ তাও আবার খোদ মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ নেতা অনুব্রত মণ্ডলের খা্সতালুক বীরভূমেই!

যদিও কারও অভি়যোগ নয়, দলের বোলপুরের সাংসদ-অধ্যাপক অনুপম হাজরার ফেসবুক পোস্ট থেকেই তা স্পষ্ট৷
রবিবার দুপুরে নিজের ফেসবুক ওয়ালের পোস্টে অনুপমবাবু দলীয় কর্মীদের উদ্দেশ্যে লিখেছেন, ‘‘সামনে পঞ্চায়েত ভোট৷ নিজেদের মান-অভিমান’ এর কথা বারবার আমাকে না জানিয়ে, directly আমাদের জেলা সভাপতি’কে জানান…নিশ্চয় কোন সমাধান সূত্র বের হবে…but হঠকারিতায় BJP তে যাবেন না!!!’’

ওয়াকিবহাল সূত্রের খবর, বিভিন্ন সময় অনুব্রত মণ্ডলের ‘আপত্তিকর মন্তব্য’ থেকে তাঁর ‘বেপরোয়া’ জীবন়যাত্রার মান নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বভারতীর এই অধ্যাপক৷ সোজা কথা সোজা ভাবে বলার দৌলতে দলের অন্দরে অনুপমবাবু ‘ঠোঁটকাটা’ হিসেবে পরিচিত৷ স্বভাবতই, জেলার রাজনীতিতে অনুপম হাজরা বনাম দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অম্ল-মধুর ‘সম্পর্কে’র কথা সুবিদিত৷
সোর্স : কোলকাতা২৪়x৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় সংবাদ