রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

আফরাজুল খুন : প্রতিবাদ জানাল বিশ্বভারতী

লাভ জেহাদের নামে আফরাজুলকে খুনের প্রতিবাদে মোমবাতি মিছিল ও শোকসভা করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মীসভার অধ্যাপক ও ছাত্র ছাত্রীরা৷ শনিবার সন্ধ্যায় শান্তি নিকেতনের উপসনাগৃহে সামনে শোকসভা করেন তাঁরা।
খবর, রাজস্থানে কাজ করতে গিয়ে বুধবার ‘লাভ জিহাদে’র শিকার হন মালদহের দিনমজুর মহম্মদ আফরাজুল (৪৫)।

জঙ্গলের রাস্তায় তাঁকে কোপায় এক যুবক। পরে গায়ে আগুন দিয়ে আফরাজুলকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। নৃশংস ঘটনাটির ভিডিও রেকর্ড করা হয়েছে। হাড় হিম করা ভিডিওটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে বসুন্ধরা রাজে প্রশাসন। এই ঘটনায় বিতর্কে জড়িয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া সরকার৷ ঘটনা তদন্তে সিট গঠন করা হয়েছে৷
এদিন এই ঘটনার তীব্র নিন্দা করেন বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের কর্মী সভার সভাপতি গগন সরকার। প্রত্যেক কর্মী ও ছাত্র ছাত্রীরা আফারুজুল পরিবারের প্রতি সমবেদনা জানায়। মূল দোষীদের শাস্তির দাবি তোলেন তাঁরা৷

সৌজন্যে : কোলকাতা২৪়x৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় সংবাদ