![]() |
ডাঃ সুভাষ সরকার প্রসূতির চিকিৎসারত |
গত 24 ডিসেম্বর রাত্রে ,পুরুলিয়া তে আগত, কেন্দ্রীয় মন্ত্রী শ্ৰী অর্জুন রাম মেঘওযালকে বিদায় জানাতে, স্টেশনে (ckp hwh ট্রেন) এসেছিলেন বিজেপি রাজ্য সহসভাপতি ডাঃ সুভাষ সরকার। ট্রেনে জেনারেল কামরাতে থাকা এক আসন্ন প্রসবা মহিলার তুমুল গর্ভপীড়া শুরু হয়। খবর পেয়ে ডাঃ সুভাষ সরকার ছুটে যান, এবং মা ও প্রসবাসন্ন শিশুর চিকিৎসা শুরু করে দেন। খবর পেয়ে আসেন রেলের ডাক্তারও। ডাঃ সরকার, যিনি একজন স্বনামধন্য স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, অক্লান্ত প্রচেষ্টাতে শিশুটির ও মায়ের জীবন বাঁচান।
তাঁকে দু হাত তুলে সাধুবাদ দেন সমস্ত স্টেশন পরিসরে থাকা লোকেরা। সাধুবাদ দেওয়া হয় রেলের ডাক্তারকেও। শিশুটির পরিবারের মতে, ঈশ্বর পাঠিয়েছিলেন ডাক্তার বাবুকে,নাহলে কী যে হতো। মানবিকতার এক অনন্য নজিরের সাক্ষী রইল পুরুলিয়া। পরে তিনি হাসপাতালে গিয়ে মা ও নবজাতকে দেখেও আসেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন