গুজরাত ভোটে বহু ভিভিআইপি এদিন ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে। সেই
তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে লালকৃষ্ণ আডবাণী ও
অন্যান্যরা রয়েছেন। পাশাপাশি এদিন স্ত্রী সোনাল ও পুত্র জয়কে নিয়ে সপরিবারে
গুজরাতে ভোট দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
যে এলাকায় এদিন ভোট দিলেন অমিত শাহ সেখানকার সঙ্গে তাঁর যোগাযোগ আশির
দশক থেকে। আহমেদাবাদে একটি বুথে দলের ম্যানেজার ছিলেন অমিত শাহ।
বুথ ম্যানেজাররা পোলিং এজেন্টের সঙ্গে মিলে বুথের কোনও সমস্যা হলে তা সামাল দেন। সেই কাজটাই করতেন তিনি। এদিন বিজেপি সভাপতি হিসাবে ভোট দিলেন। এই নারায়ণপুরা এলাকাতেই অমিত শাহের বুথ ম্যানেজারের দায়িত্ব পড়েছিল। বেশ কয়েকবছর সেই দায়িত্ব তিনি সামাল দেন।
বুথ ম্যানেজাররা পোলিং এজেন্টের সঙ্গে মিলে বুথের কোনও সমস্যা হলে তা সামাল দেন। সেই কাজটাই করতেন তিনি। এদিন বিজেপি সভাপতি হিসাবে ভোট দিলেন। এই নারায়ণপুরা এলাকাতেই অমিত শাহের বুথ ম্যানেজারের দায়িত্ব পড়েছিল। বেশ কয়েকবছর সেই দায়িত্ব তিনি সামাল দেন।
এমনকী এই এলাকা থেকেই গুজরাত বিধানসভা
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন তিনি।
অমিত শাহের একদা সঙ্গী জগদীশ দেশাই বলেছেন, ২৫ বছর আগে এখানেই বুথ ইনচার্ড
ছিলেন অমিত। সকলে যাতে এগিয়ে এসে ভোট দিতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব
থাকত তাঁর উপরে।
এদিন দ্বিতীয় দফার ভোট চলছে গুজরাতে। গত ২২ বছর ধরে এই রাজ্যে ক্ষমতায়
রয়েছে বিজেপি। কংগ্রেস সহ বিরোধীরা এবার সেই প্রথা ভেঙে সরকারের পরিবর্তন
আনতে পারে কিনা সেটাই দেখার। তবে সব ধরনের সমীক্ষা ও গণনাতেই বিজেপিকে
এগিয়ে রাখা হয়েছে। আসল ফলাফল জানা যাবে ১৮ ডিসেম্বর।
সোর্স : ওয়ান ইন্ডিয়া
সোর্স : ওয়ান ইন্ডিয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন