কামাখ্যাগুড়ি: সোমবার বিকেল ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের গুয়াবাড়ি এলাকার ৩১ সি জাতীয় সড়কে। ট্রাক ও ছোটো মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছোটো মালবাহী গাড়িটির চালক সমীরণ সরকার। তিনি খোয়ারডাঙ্গার বাসিন্দা বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিত্সাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে মালবাহী একটি ট্রাক অসমের দিকে যাচ্ছিল।
সেই সময় নিয়ম ভেঙে উলটো দিক থেকে ঢুকে পড়ে ছোটো মালবাহী গাড়িটি। হঠাত্ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় গুয়াবাড়ির টোল প্লাজার কাছে। দুর্ঘটনার জেরে মালবাহী ছোটো গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। জখম হন ছোটো মালবাহী গাড়ির চালক। স্থানীয়রা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে যান কামাখ্যাগুড়ি আউটপোস্টের পুলিশ আধিকারিক এবং কর্মীরা। আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে কামাখ্যাগুড়ি হাসপাতালে এবং পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এদিকে, দুর্ঘটনার পরেই গাড়ি ফেলে পালিয়ে যায় ট্রাক চালক। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
সোর্স : উবসংবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন