শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

৩,৭৫৫ কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করেছে মোদী সরকার

জানা গেছে ক্ষমতায় আসার পর প্রায় ৩,৭৫৫ কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করেছে মোদী সরকার। তথ্য জানার অধিকার আইনে আবেদনের প্রেক্ষিতে এমনটাই জানা গেল। ২০১৪ সালের জুন থেকে ২০১৭-র অক্টোবর পর্যন্ত বিজ্ঞাপন বাবদ ৩৭,৫৪,০৬,২৩,৬১৬ কোটি টাকা খরচ করা হয়েছে।  টিভি, সংবাদপত্র, কমিউনিটি রেডিও, দূরদর্শন, ইন্টারনেট ও এসএমএসের মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্র। 

সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে খরচ হয়েছে সবচেয়ে বেশি। তার পরিমাণ ১,৬৯৮ কোটি টাকা। হোর্ডিং, পোস্টার ও ক্যালেন্ডারে খরচ করা হয়েছে ৩৯৯ কোটি। 

একটি তথ্য জানার অধিকার আইনে আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র জানিয়েছে ২০১৪ সালের ১ জুন থেকে ৩১ মার্চ ২০১৫ পর্যন্ত খরচ হয়েছে ৪৪৮ কোটি টাকা। ১ এপ্রিল ২০১৫ থেকে ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত বিজ্ঞাপন বাবদ ৫৪২ কোটি টাকা খরচ করা হয়েছে। ২০১৬ সালের এপ্রিল থেকে মার্চ পর্যন্ত খরচ করা হয়েছে ১২০ কোটি। এর মধ্যে আউটডোর বিজ্ঞাপনের খরচ ধরা হয়নি।

 তবে ২০১৫ সালে তথ্য জানার অধিকার আইনে জানা গিয়েছিল, প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের প্রচারে ৮.৫ কোটি টাকা বিজ্ঞাপন বাবদ খরচ করেছিল কেন্দ্র।  

সৌজন্যে : ২৪ঘন্টা

1 টি মন্তব্য:

  1. Ford ecosport titanium - Etixitanium-Arts
    › ingots › titanium › ingots › titanium titanium wedding band 1 of 10 — 1 of 10 Titanium · In the video above, I'm trying to get titanium eyeglass frames out, check out the titanium teeth dog If it's the titanium fat bike most expensive, there's a better option. titanium pot You can find a variety of alternatives

    উত্তরমুছুন

জনপ্রিয় সংবাদ