শুক্রবার, ২ মার্চ, ২০১৮

বোডো সাহিত্য সভার রঙ্গীন কার্যক্রম

পশ্চিমবঙ্গ বডো সাহিত্য সভার 17 তম এবং জলপাইগুড়ি - আলিপুরদুয়ার যুগ্ম জেলা বডো সাহিত্য সভার 30 তম বার্ষিক সম্মেলন ইং 25 এবং 26 ফেব্রুয়ারী 2018 কালচিনির পশ্চিম সাতালিতে আনুষ্ঠানিক ভাবে সুসম্পন্ন হলো ।এই সম্মেলনে বডো ভাষার দ্রুত  সরকারী স্বীকৃতি  এবং রাজ্যের প্রাথমিক বিদ্যালয় গুলিতে বডো ভাষাকে সাবজেক্ট ল্যাংগুয়েজ হিসাবে পড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্তা দ্রুত গ্রহণের দাবি সরকারের নিকট জানানো হয়। ইতিপূর্বে কংগ্রেস , বামফ্রন্ট সরকারের কাছে এই মর্মে বহুবার মেমোরেন্ডাম দেওয়া সত্যেও কেউই কর্ণপাত করে নি।

বর্তমান সরকারের কাছেও এই দাবীগুলোকে নিয়ে ব্লক ও জেলা প্রশাসকদের মাধ্যমে কয়েকবার মেমোরেন্ডাম দেওয়া হয়েছে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি।আমাদের বডো ভাষা ভারতীয় সংবিধারের অষ্টম তপশীল ভুক্ত ভাষা। প্রাথমিকে মাতৃ ভাষায় শিক্ষা লাভ সব জাতির মৌলিক অধিকার। 2009 এর শিক্ষার অধিকার আইনেও প্রতিটি জনজাতির নিজ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভের অধিকারের কথা বলা হয়েছে।সুতরাং আমাদের দাবি সাংবিধানিক।
কিন্তু সরকার অন্যান্য ভাষাগোষ্ঠীর মানুষের দাবীগুলোকে সহানুভূতির সহিত বিবেচনা করলেও আমাদের প্রতি উদাসীন ।তাই এই সম্মেলনে আগামী দিনে রাজ্য ও জেলা বডো সাহিত্য সভা পুনরায় উত্তরকন্যাই একই  দাবিতে মেমোরেন্ডাম দেবার এবং প্রয়োজনে নবান্ন তে ধর্ণা দেবার পরিকল্পনার প্রস্তাব সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পশ্চিম বঙ্গ বডো সাহিত্য সভার মাননীয় সভাপতি শ্রী জ্ঞান সিং বসুমাতা।প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বডো সাহিত্য সভার মাননীয় সভাপতি শ্রী তোরেন বোরো।প্রধান বক্তা ছিলেন ডঃ অঞ্জলি ডেইমারী,মাননীয়া সভাপতি,বোরো উইমেন জাস্টিস ফোরাম এবং সাহিত্য একাডেমি প্রাপক।তাছাড়া ছিলেন মিসেস কিরন বোরো, মিসেস ইউনিভার্স 2017, মাননীয় বিধায়ক শ্রী উইলসন চসম্প্রমারী, মাননীয় অতুল সুবা,সহকারী সভাধিপতি, আলিপুরদুয়ার জেলা,রাজ্য সাহিত্য সভার সাধারণ সম্পাদক শ্রী সুবিন শৈব, জেলা সভাপতি শ্রী গোবিন্দ ঠাকুর,জেলা সম্পাদক শ্রী বিদেশ সুবা  এবং রাজ্য ও জেলা স্তরের সংস্থার অন্যান্য আধিকারিক ও সদস্যবৃন্দ।আমরা আশা করি সরকার আমাদের দাবীগুলোকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় সংবাদ