![]() |
মোহন ভাগবত |
একটি অনুষ্ঠানে এসে মোহন ভাগবত বলেন, ‘জার্মানি কাদের দেশ? জার্মানদের। ব্রিটেন হল ব্রিটিশদের, আমেরিকা হল আমেরিকানদের, সেরকমই হিন্দুস্তান হল হিন্দুদের। তার মানে এটা নয় এই দেশে অন্য কারোর থাকার অধিকার নেই।’ নিজের মন্তব্যকে আরও একটু বিস্তারিতভাবে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘ভারত মায়ের সন্তান যাঁরা এবং ভারতীয় বংশোদ্ভুত যাঁরা ভারতীয় সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বসবাস করেন তাঁরাই আসল হিন্দু।’
তিনি আরও জানান, সরকার একা সমাজকে বদলে দিতে পারবে না। সরকার এবং সমাজ দু’জনকে একসঙ্গে এগিয়ে আসতে হবে উন্নয়নের ক্ষেত্রে।
আরএসএস প্রধান মোহন ভাগবত আরও বলেন, ‘পুরাণ যুগে মানুষ ভগবানের দিকে চেয়ে থাকত উন্নয়নের জন্য, কিন্তু কলিযুগে মানুষ উন্নয়নের জন্য সরকারের ওপর নির্ভরশীল। কিন্তু বাস্তবটা হল, সমাজ যেদিকে চলবে সরকারও সেদিকেই এগিয়ে যাবে।’ সৌজন্যে : আজকাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন