বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

এ মাসেই সাতদিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ

রাজ্য বিজেপির অন্দরের খবর, চলতি মাসেরই শেষ সপ্তাহে টানা সাতদিনের সফরে রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আপাতত নির্ধারিত কর্মসূচিতে উত্তরবঙ্গে থাকবেন তিনদিন এবং দক্ষিণবঙ্গে চারদিন। সাতদিনের এই সফরে সাংগঠনিক বৈঠকেই জোর দেওয়া হয়েছে।
শাহের কাজের ধরন দেখে অভ্যস্ত বিজেপি নেতাদের বক্তব্য, শাহ যে রাজ্যকে টার্গেট করেন সেসব রাজ্যে এভাবেই টানা পাঁচ-সাতদিন শিবির করেই সংগঠন পরিচালনা করেন।

এভাবে টানা এতদিন কোনও রাজ্যে পড়ে থাকার অর্থ, সে রাজ্য নিয়ে বাড়তি একাধিক কৌশল গ্রহন করেছেন তিনি। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে, শাহের এই সফর নিশ্চিতভাবেই চিন্তায় রাখবে শাসকদলকে।

যদিও তিনি আনুষ্ঠানিকভাবে সফর শুরুর আগে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকও করবেন। গোটা সফরের দায়িত্বে আছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
রাজ্যে পঞ্চায়েত ভোট সামনেই। তার আগে এই শাহি-সফর সফর বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ। সফরে জেলা সভাপতি, রাজ্য কমিটির নেতা, বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এদিকে, বুধবার বিজেপি রাজ্য দপ্তরে আসেন কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন। তিনি রাজ্য কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন। অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। অমিত শাহ রাজ্যে এলে সব কাজের হিসেব নেবেন বলেও মেনন জানিয়েছেন রাজ্য নেতাদের।


সোর্স : মিডিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় সংবাদ