বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

মিছিলে বাধা মুকুলকে! নিজের গড় বীজপুরে জ্বললো বিজেপির প্রচার গাড়ি

Bijpur-Mukul
আজ স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠলো কাঁচরাপাড়ার বীজপুর এলাকা। আগুন লাগিয়ে দেওয়া হয় বিজেপির প্রচার গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ ও কমব্যাট ফোর্স।
যদিও একসময় বীজপুর এলাকা মুকুল রায়ের গড় বলে পরিচিত ছিল। কিন্তু তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর বদলে যায় সেই ছবি। স্বাধীনতা দিবস উপলক্ষে মুকুল রায়ের নেতৃত্বে বিজেপির প্রচার মিছিলে এবার মেলেনি অনুমতি।

সুত্রের খবর একই এলাকায় আজ মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। দুপক্ষ মুখোমুখি হতেই শুরু হয় গোলমাল। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে নামানো হয় র‍্যাফ ও কমব্যাট ফোর্স। এখনো এলাকায় টহল দিচ্ছে বাহিনী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় সংবাদ