![]() |
বিকাশ ভবন |
কলেজ শিক্ষকদের বদলি নিয়ে যে নিয়মবিধি তৈরি হয়েছে, তাতে এমনটাই বলা হয়েছে। খুব শিগগিরই কলেজ শিক্ষকদের এই বদলি বিধির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। শুধু শিক্ষক নয়, এই বিধি কলেজের শিক্ষাকর্মী এবং গ্রন্থাগারিকদের ক্ষেত্রেও প্রযোজ্য।
দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় ও কলেজ সংক্রান্ত যে আইনটি সম্প্রতি তৈরি হয়েছে, তাতে রাজ্যের কলেজগুলির শিক্ষক, শিক্ষাকর্মীদের জন্য তিন ধরনের বদলির কথা বলা হয়েছে। যথা— ১) সাধারণ বদলি, ২) আপস (মিউচুয়াল) বদলি ও ৩) সরকার চাইলে কাউকে বদলি করতে পারে। বিধিতে বলা হয়েছে, সাধারণ এবং আপস বদলির মধ্যে একজন শিক্ষক বা শিক্ষাকর্মী তাঁর চাকরি জীবনে যে কোনও একটা বদলির সুযোগ নিতে পারবেন। দুটি ক্ষেত্রেই বিষয় এবং ক্যাটাগরি এক হতে হবে। সাধারণ বদলির ক্ষেত্রে একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি কলেজ বাছতে পারবেন। কিন্তু সরকার যখন নিজে থেকে কাউকে বদলি করবে সেক্ষেত্রে ক্যাটাগরিগত সমস্যা হলে রোস্টার আপডেট করে বদলি করা হবে।
আরও প্রকাশ সরকারি কর্মচারীদের বদলির যে নিয়ম আছে, সরকার যখন কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীকে বদলি করবে তখন এই নিয়ম অনুসরণের কথাও বিধিতে বলা হচ্ছে। ২০০ কিলোমিটার দূরত্বে বদলি করা হলে সরকারি কর্মীরা পরিবার ও জিনিসপত্র–সহ নতুন জায়গায় যাওয়ার জন্য খরচ বাবদ ১০ হাজার টাকা পান। কলেজ শিক্ষকদের ক্ষেত্রে সেটা সর্বোচ্চ ১০ হাজার বলা হচ্ছে। তবে তিনি একা গিয়ে নতুন জায়গায় থাকতে শুরু করলে টাকা দেওয়া হবে না। পরিবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র–সহ গেলেই এই টাকা পাবেন। ডিপিআই–কে আবেদন করতে হবে। সম্প্রতি সাধারণ এবং আপস বদলির আবেদন করার জন্য কী কী তথ্য দিতে হবে, কীভাবে আবেদন করতে হবে তার প্রোফর্মা ইতিমধ্যেই উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। বদলির বিধিটিও খুব শিগগিরই প্রকাশ করা হবে।
সৌজন্যে : আজকাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন