রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

মন্ত্রীর গাড়ি কাড়ল প্রাণ যোগীরাজ্যে

up-minister-car-accident
মন্ত্রীর গাড়িতে বালকের মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের। গোন্ডা জেলা,উত্তর প্রদেশে। 
মাত্র তিন সপ্তাহ আগে তিনি বলেছিলেন যে সব মা, বাবারা সন্তানদের স্কুলে পাঠাবেন না তাঁদের বিনা জল–আহারে জেলে পুরে রাখবেন। তার জন্য সব বাধাই তাঁর কাছে নস্যি। শিশুদের শিক্ষা তাঁর কাছে গুরুত্বপূর্ণ হলেও শিশুর প্রাণ হয়ত অতটা জরুরি নয় যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য ওমপ্রকাশ রাজভরের কাছে। অভিযোগ, শনিবার গোন্ডা জেলায় রাজভরের কনভয়ের ধাক্কায় কর্নেলগঞ্জ–পরসপুর সড়কে ৮ বছরের এক বালকের মৃত্যু হয়।
কনভয়ে থাকলেও জখম বালক বা তার অসহায় মা, ঠাকুমার সাহায্যের জন্য না দাঁড়িয়ে দ্রুত বেরিয়ে যান মন্ত্রী। 

মন্ত্রী রাজভরের দাবি, তিনি ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ছিলেন। মৃত বালকের বাবার পাল্টা অভিযোগ, কনভয়ে ফুলের মালা লাগানো গাড়ি নিয়েই যাচ্ছিলেন মন্ত্রী। তাঁর রক্ষীদের গাড়ি মুহূর্তের জন্য থামলেও ফের রওনা দেয়। হাসপাতালে নিয়ে গেলে বালককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের পরিবার এবং প্রতিবেশীদের অভিযোগ, মন্ত্রী সাহায্য করলে প্রাণ বাঁচতে পারত বালকের। দেরিতে পুলিস পৌঁছনোর প্রতিবাদে মৃতদেহ রাস্তায় আটকে রেখে প্রায় ঘণ্টাখানেক কর্নেলগঞ্জ–পরসপুর সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। 

এই ঘটনায় পুলিস জোর করে দেহ সরিয়ে নিয়ে যেতে চাইছিল বলেও অভিযোগ ওঠে। এর প্রতিবাদে সড়ক লাগোয়া দোকানপাটে আগুন লাগিয়ে দেয় জনতা। ঘটনায় মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরম ঘোষণা করে শীর্ষ পুলিসকর্তাদের তদন্ত করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 
সৌজন্যে: আজকাল, ছবি: সংগৃহীত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় সংবাদ