শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

সিদ্ধার্থ রায়ের কায়দায় পুলিশ দিয়ে সরকার চালাচ্ছে মমতা বললেন মুকুল রায়

শিলিগুড়ি: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সাতের দশকের সিদ্ধার্থশংকর রায়ের জমানার সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা মুকুল রায়৷ তাঁর কথায়, ‘‘বর্তমানে পুলিশকে দিয়ে সরকার চালানো হচ্ছে, কথায় কথায় বিরোধীদের মিথ্যে কেসে ফাঁসানা হচ্ছে৷ এর থেকেই স্পষ্ট রাজ্যে গণতন্ত্র নেই৷ বর্তমান এই পরিস্থিতি সিদ্ধার্থশংকর রায়ের কালো জমানাকে মনে করিয়ে দিচ্ছে৷’’

শনিবার সকালে নিউ জলপাইগুলি স্টেশন চত্বরে দলের সমাবেশ থেকে এভাবেই চাচাছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুকুল রায়৷ তিনি বলেন, ‘‘পুলিশকে দিয়ে যেভাবে বিরোধী নিধনযজ্ঞ শুরু হয়েছে তা বাম আমলেও ছিল না৷ জ্যোতি বসুর আমলে ভোট করা না গেলেও বাংলায় রাজনীতি অন্তত করা যেত৷ এই সরকারের আমলে মানুষের সেটুকু গণতান্ত্রিক অধিকারও নেই৷’’

আদালতের নির্দেশকেও তৃণমূলের সরকার মানছে না বলে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি৷ সম্প্রতি খাস কলকাতায় বিজেপির যুব মোর্চার মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে৷ অভিযোগ, হাইকোর্টের নির্দেশে মিছিলের তদারকির দায়িত্বে থাকা পর্যবেক্ষককেও রেহাই করেনি শাসকবাহিনী৷ মারধর করা হয় তাঁকেও৷ সেই প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূলের প্রাক্তন চাণক্য বলেন, ‘‘তৃণমূল বাংলার মানুষকে, বিজেপিকে ভয় পেয়েছে৷ তাই হাইকোর্টের নির্দেশকেও এরা মানছে না৷ সব জায়গায় গায়ের জোরি করছে৷’’
এসবের বিরুদ্ধে আমআদমিকে গর্জে ওঠার আহ্বান জানিয়ে মুকুল রায় বলেন, ‘‘চোখের জল ফেলার দিন শেষ৷ যে লক্ষ্যে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত করা হয়েছিল, এরা সেই লক্ষ্য থেকে সরে গিয়েছে৷ তাই বাংলার পরিবর্তনের পরিবর্তন কায়েম করতেই হবে৷ তাই চোখের জল আর না ফেলে চোখ দিয়ে গর্জে উঠুন৷’’
সৌজন্যে : কলকাতা২৪়X৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় সংবাদ