মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭

রূপচর্চায় প্রিয়াঙ্কা চোপড়া মুখে আর চুলে কী মাখেন?

Priyanka CXhopra
প্রিয়াঙ্কা চোপড়া
সাধারণত: বলিউড সেলেবদের দেখে মহিলাদের অনেকেই বাজার চলতি বিভিন্ন বিউটি প্রোডাক্টের পিছনে ছোটেন। অথচ অনেকেই হয়ত জানেন না বহু সেলিব্রিটি এখনও সুন্দর থাকতে মা, ঠাকুমাদের শেখানো সেই পুরনো বিউটি টিপসই মেনে চলতে পছন্দ করেন। এমনকি প্রিয়াঙ্কা চোপড়াও। জানেন প্রিয়াঙ্কা চোপড়ার মত বলিউড-হলিউড অভিনেত্রীরা কীভাবে রূপচর্চা করেন?
না, বিদেশি ব্র্যান্ডের কোনও প্রোডাক্ট নয়, এখনও দেশি ঘরোয়া জিনিস দিয়েই রূপচর্চার পক্ষপাতি প্রিয়াঙ্কা। এমনকি নিজের সেই বিউটি সিক্রেট ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতেও দ্বিধা করেননি পিগি চপস।

প্রিয়াঙ্কা জানাচ্ছেন, তিনি তাঁর ঠোঁটের ‌যত্ন নিতে ভরসা রাখেন, সামুদ্রিক নুন, গোলাপজল ও গ্লিসারিনের উপর। আর ত্বক ভালো রাখতে ব্যবহার করেন বেসন, চন্দন, টক দই, লেবুর রস, আর অল্প একটু দুধের প্যাক। আর চুলের জন্য ব্যবহার করেন টক দই, ডিম আর মধু।

সৌজন্যে : ২৪ ঘন্টা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় সংবাদ