শিলিগুড়ি, ২৬ অক্টোবর : আগামীকাল থেকে শিলিগুড়িতে সভার আয়োজন করেছে RSS। আর তাই আজ শিলিগুড়িতে আসছেন RSS-এর সহ কার্যবাহক ভাইয়াজি যোশী। BJP-র বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও এই সভায় অংশ নেবেন। সভা উপলক্ষ্যে অনেকদিন আগে থেকেই হোটেল বুক করে রাখা হয়েছে। কিন্তু, অজানা কোনও কারণে হঠাৎই BJP নেতাদের বুকিং বাতিল করে দিয়েছে একাধিক হোটেল। BJP-র অভিযোগ, শাসকদলের হুমকিতেই বুকিং বাতিল করা হচ্ছে।
শিলিগুড়ির BJP নেতাদের অভিযোগ, নেতাদের রাত্রিবাসের জন্য সেভক রোডে একটি হোটেল বুক করা হয়েছিল। তিনদিন আগে হোটেল কর্তৃপক্ষ জানায়, নেট বুকিং-এর জেরে BJP নেতাদের ঘর দিতে পারবে না তারা। ঘর বুক করার পাশাপাশি ট্রেড সেলের বৈঠকের জন্য যে কনফারেন্স হল বুক করা হয়, সেটাও দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
এর সঙ্গে আরও অভিযোগ, ওই হোটেল না পেয়ে সেভক রোডের মাড়োয়ারি ভবন সংলগ্ন অন্য একটি হোটেল বুক করেছিলেন BJP নেতারা। সেখানেও ঘর নেই বলে গতকাল জানিয়ে দেওয়া হয়। এরপর সারা রাত খোঁজাখুঁজির পর সেভক রোডের একটি অভিজাত হোটেলে ঘর বুক করেন। আজ সকালে সেটিও বাতিল করে দেয় হোটেল কর্তৃপক্ষ।
এদিকে BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ রায় চৌধুরি বলেন, “শাসকদলের হুমকিতেই একের পর এক হোটেল বুকিং নিয়েও তা বাতিল করতে বাধ্য হয়েছে। সরকারি বাংলো, স্টেট গেস্ট হাউজ়ে ঘর চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। তার কোনও উত্তর পাওয়া যায়নি। বেসরকারি হোটেলগুলি বুকিং নিয়েও বাতিল করে দিচ্ছে। তবে এভাবে BJP-কে আটকানো যাবে না। আজ সকালেই আমরা অন্য একটি হোটেলে বুকিং কনফার্ম করেছি। আজ রাতেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ময়নাগুড়ি থেকে আসবেন।” এই হোটেলটির বুকিং-ও বাতিল হতে পারে, তাই এই নিয়ে কাউকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
শিলিগুড়ির BJP নেতাদের অভিযোগ, নেতাদের রাত্রিবাসের জন্য সেভক রোডে একটি হোটেল বুক করা হয়েছিল। তিনদিন আগে হোটেল কর্তৃপক্ষ জানায়, নেট বুকিং-এর জেরে BJP নেতাদের ঘর দিতে পারবে না তারা। ঘর বুক করার পাশাপাশি ট্রেড সেলের বৈঠকের জন্য যে কনফারেন্স হল বুক করা হয়, সেটাও দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
এর সঙ্গে আরও অভিযোগ, ওই হোটেল না পেয়ে সেভক রোডের মাড়োয়ারি ভবন সংলগ্ন অন্য একটি হোটেল বুক করেছিলেন BJP নেতারা। সেখানেও ঘর নেই বলে গতকাল জানিয়ে দেওয়া হয়। এরপর সারা রাত খোঁজাখুঁজির পর সেভক রোডের একটি অভিজাত হোটেলে ঘর বুক করেন। আজ সকালে সেটিও বাতিল করে দেয় হোটেল কর্তৃপক্ষ।
এদিকে BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ রায় চৌধুরি বলেন, “শাসকদলের হুমকিতেই একের পর এক হোটেল বুকিং নিয়েও তা বাতিল করতে বাধ্য হয়েছে। সরকারি বাংলো, স্টেট গেস্ট হাউজ়ে ঘর চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। তার কোনও উত্তর পাওয়া যায়নি। বেসরকারি হোটেলগুলি বুকিং নিয়েও বাতিল করে দিচ্ছে। তবে এভাবে BJP-কে আটকানো যাবে না। আজ সকালেই আমরা অন্য একটি হোটেলে বুকিং কনফার্ম করেছি। আজ রাতেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ময়নাগুড়ি থেকে আসবেন।” এই হোটেলটির বুকিং-ও বাতিল হতে পারে, তাই এই নিয়ে কাউকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন